আমার উদযাপনের ভাষা বাংলা। আমার প্রকাশের ভাষা বাংলা। আমার আনন্দের ভাষা বাংলা। আমার প্রেমের ভাষা বাংলা। মনের অজান্তে কোন কিছু আমি বাংলাতেই চিন্তা করি। অন্য কোন ভাষা ঠিক আসে না। ভালো একটা বাংলা গান বা বাংলা ভাষায় লেখা কোন কবিতা যত আনন্দ দেয় অন্য কোনো ভাষা সেটা ঠিক দেয় না। লক্ষ করে দেখেছি একটা বাংলা গান শুনে মনের অজান্তেই প্রিয় জনকে খুব আদর করে জড়িয়ে ধরে রেখেছি ঠিক সেই মুহূর্তে বাংলার পরিবর্তে অন্য কোনো ভাষার গান আসাতে পুরো আনন্দের মুহূর্ত মাটি হয়ে গেছে।
কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে প্রায় সারা রাত ধরে ছিলাম। গান বাজছিল স্পিকারে। পুরো চার ঘন্টায় একটাও বাংলা গান শুনতে পারি নাই। তাই কোনো ভাবে সেই অনুষ্ঠান আমার ভালো লাগে নি। এই যে সকাল বেলা, দিনটা শুরু হলো কিছু বাংলা গান দিয়ে। গান শুনতে শুনতে মনে হলো আসলে এই ভাষাটার জন্যই আমার জন্ম হয়েছে। এই ভাষাতেই প্রকাশের জন্য আমি বেঁচে আছি। কী যাদু বাংলা গানে!
আমার উদযাপনের ভাষা বাংলা। আমার প্রকাশের ভাষা বাংলা।
5
previous post