5
“আমার এই অন্ধকারে কত রাত কেটে গেলো
আমি আঁধারেই রয়ে গেলাম।।
তবু ভোরের স্বপ্ন থেকে সেই ছবি
যাই এঁকে রঙে রঙে সুরে সুরে, ওরা যদি গান হয়ে যায়”