3
আমার বইটা মনে হয় ১৩ ফেব্রুয়ারি মানে পহেলা ফাগুন ভালো বিক্রি হবে। এই যে ম্যাচিং এর জামানা। পায়ের নেইল পালিশ থেকে শুরু করে মাথার চুলের রঙ সব ম্যাচিং লাগে। যেহেতু আমার বইয়ের প্রচ্ছদ বাসন্তী রঙের। তাই অনুমান করতে পারি অনেকেই জামার সাথে ম্যাচিং করে এই বইটাও কিনে ফেলবে।
আবারও বলি, আমার বইয়ের নাম ছোট কাকের পাহাড় জয়। অন্বেষা প্রকাশনের প্যাভিলিয়নে (১২ নাম্বার) পাওয়া যাচ্ছে।