আমার বই ছোট কাকের পাহাড় জয় তে মোটামুটি ভাবে অনেক গুলো ভুল পাওয়া গেছে। অসাবধানতার ভুল। মা অনেক যত্ন করে সেই ভুলগুলো দেখিয়ে দিয়েছেন। ভুলগুলো সংশোধন করে ফেললাম। পরের সংস্করণে এগুলো ঠিক-ঠাক ভাবে ছাপানো হবে। যদিও জানি না পরের সংস্করণ পর্যন্ত যাওয়ার সৌভাগ্য হবে কি না! বইমেলার তৃতীয় দিনে বইটি প্রকাশিত হয়। আজকে পর্যন্ত বিক্রি হয়েছে প্রায় ৭০ কপি। ৫০০ কপি বই বিক্রি হওয়া আসলেই কঠিন। তারপরেও যদি পরের সংস্করণ পর্যন্ত যেতে পারি কয়েকটি পরিবর্তন অবশ্যই করব। হাল্কা কিছু ইলাস্টে্রেশন যোগ করতে পারি। অক্ষর বিন্যাসে কিছু পরিবর্তন আসবে। আর কিছু না।
যারা যারা বইটি পড়েছেন দয়াকরে আপনাদের মতামত শেয়ার করুন। এটা অনেকের কাজে লাগবে।
আর যারা এখনো বইটি সংগ্রহ করেন নি তারা অন্বেষা প্রকাশনের প্যাভিলয়ন নাম্বার ১২ থেকে সংগ্রহ করেত পারেন। কয়েক দিনে বইয়ে সই করতে করতে বেশ একটা ভাবে আছি এখন। তাই আমাকে জানাতে ভুলবেন না। ইদানিং আমি বাংলায় সুন্দর করে বইয়ে সই করতে পারি। শুভ রাত্রী।
আমার বই ছোট কাকের পাহাড় জয় তে মোটামুটি
2
previous post