6
আমার মৃত্যুর পরে
শোক সভা হবে না কোন
আমার চলে যাওয়ায়
তাকিয়ে থেকেও না তাকিয়েদের দল হবে ভারী
কিন্তু নিশ্চিতে বলে পারি
কোথাও কোন এক জনের হৃদয় হবে ভার
সেই আত্মার, আমার
সবুজ ঘাসে বসে থেকে আজীবন মেঘ হতে চেয়েছি
এ জীবন আসলেই ছিল অশ্বত্থের, শালিকের
কিছু শেকড় এখনো রয়েছি বাকী।
//** ধানমন্ডি, ঢাকা।