5
আমি চাই বৃষ্টিঝরা শ্রাবণ
তুমি চাও প্রখর রৌদ্রদহন
কী সুন্দর বিপরীত আমরা
কত বিস্ময়, প্রতিদিনের আবিষ্কারে!
এই বিস্ময় হচ্ছে আমার ভালোবাসা
শীতের রাতে হাতে হাত রেখে দাড়িয়ে থাকি।