5
আমি যাব যুদ্ধে সখি, অস্ত্র নাই যে হাতে
মনের সাথে লড়তে হবে, চাই তোমারে সাথে
আকাশ বাতাস আলোয় ভরে হাত বাড়ায়ে ডাকে
এমন প্রবল চাঁদের বেলায় কে আটকায় রাখে?
যে জনেতে এ ভূবনে বাউলা গো বানাইয়া
একলা ঘরে বইসা আছি দোতারাটা লইয়া
এই গান আমার যুদ্ধে যাবে, তুমি যদি চাও
হাতটা ধরে পাশে বসে গানগুলা সামলাও।
—ধানমন্ডি, ঢাকা।