430
ইদানিং ছবি তোলা হয় কম। তবে প্রচুর ছবি তুলি দেশের বাইরে গেলে। কারো ছবি তুললে নাম ধাম সব নোট করে রাখি। এবং চেষ্টা করি ছবি পাঠিয়ে দিতে।
ছবির এই ভদ্র মহিলার সাথে দেখা হয়েছিল শ্রীলঙ্কার গলে। গল ফোর্টে সন্ধ্যা বেলা। এনার নাম ধাম নিবাস কিছুই আমার কাছে নেই। কোন একটা ভলান্টিয়ার গ্রুপের সাথে কাজ করছিল। তার দেয়া কার্ডটি হারিয়ে গেছে। সেই সাথে হারিয়ে গেছে যোগসূত্র। ফেইসবুকে পোস্ট করলাম। ফেইসবুকের ফেস রিকগনিশন হয়তো ছবির ব্যক্তিটিকে রিমাইন্ডার দিবে।
ছবিটি ১৫ নভেম্বর, ২০১৮তে তোলা। ডেইলি স্টারের একটা কাজে গিয়েছিলাম সেখানে।