5
ইদানিং ভাবি অনেক কিছু লিখব নতুন করে, আমার নিজের ব্লগ টায়। লিখা হয় না। ফনেটিক প্র্যাক্টিস করার বদৌলতে এখন বিজয় দিয়ে লিখি না। লিখতেছি মাইক্রোসফ্ট এর টুলস দিয়ে। এটা করতে গিয়ে অনেক সমসসা হচ্ছে অববস্ত না হবার জন্য। তাই লেখার গতি খুবই কম। কী করা যায়? আবার কী বিজয় এ ফিরে আসব? নাকি ফনেটিক রপ্ত করে ফেলবো পুরোপুরি?