2
একটা সময় মানুষ প্রয়োজনে বাঁচে। কখনো নিজের প্রয়োজনে আবার কখনো অন্যের প্রয়োজনে। যতদিন বাঁচার জন্য বেঁচে থাকে ততদিন ঠিক মানুষ থাকে না। দিনে দিনে অন্যের প্রয়োজনে নিজেকে প্রয়োজনীয় বানানো এক ধরনের সামাজিক অবস্থার উন্নতি। সভ্য সমাজ আমরা তাকেই সম্মানিত ভাবি। মাঝে মাঝে ভাবি অনেক কষ্ট করে যারা নিজেদেরকে প্রয়োজনীয় বানায় তারা ঠিক কতটা সুখী?