5
একবার দেখবার চাইলেই হয়
এই শহরের অদ্ভুত গ্রামের বেবাক ট্রাফিক
আজাইরা গাড়ির হর্ণ, বিদির্ণ সাজানো ফুল
দীর্ঘ থেকে আরো দীর্ঘ দীর্ঘশ্বাস
পালাইয়া যাইবার চেয়ে না পালিয়ে থাকা ব্যাস্ততা
সব ফালাইয়া চইলা যাব;
আমি আসমান থিকাই আসছি
টুপ করে, তারার মতো খসে পড়ব;
কানগুলোও ডিজিটাল এখন
সঠিক ডিকোডার নাই, তাই
যে ডাকে বা যারে ডাকি
একবার শোনার পর শোনা হয় নাই আর।