5
এখন নাকি মেঘের বেলা
আমার আকাশ রঙের খেলা
আলতো একটু তুলোর মতো
হাওয়ার মাঝে ভাসাই ভেলা;
সন্ধ্যে বেলা ঝিরঝিরিয়ে
একটুখানি যাই বেড়িয়ে
তোমার চোখের জল যে এখন
আমার সাথে যায় গড়িয়ে;
মেয়ে তোমার দুঃখ এখন
আমার সাথে বাঁধা
আমি তোমার কৃষ্ণ আছি
তুমিই আমার রাধা।
–ইন্দিরা রোড/ ৪ আগস্ট/২০১৬ রাত: ১০:৫৭