5
এ কেমন রঙ্গ তোমার বল?
এক দিকে কাছে টান,
অন্য দিকে মুখ ফেরায়ে চল!
আমার উত্তাল বুকে নৌকা চালাও
খ্যও মার, তবু কেন অমন করে ঘা দেও?
আমার জলের শরীর,
শেওলা জমে জমে দেখো কেমন নীল হয়ে গেছি!
চেয়ে দেখো, বিষাদে বিষাদে আমি কেমন অস্থির…