কালকে অনেক রাতে ভাইজান কে দেখতে গেলাম এপোলো হাঁসপাতালে। ভাইজান আগের ফর্মে ফিরে এসেছেন। মানে হল CCU এর বিছানায় আছেন কিন্তু মনটা ভাল। পুরা হাসি তামাশা করলেন। মেজাজটা খারাপ হচ্ছে অন্য কারনে। উনি হাঁসপাতালে সুন্দরি সুন্দরি নার্স নিয়ে আছেন আর এই দিকে আমার ব্যাবসার ১২টা বাজতেছে। রিয়াজ ভাই দ্রুত হাসপাতাল ছাড়েন। মেলা কাজ বাকি।