5
কী এমন ক্ষতি হতো যদি সকাল শুরু হতো আধো ঘুমে এক কাপ চায়ে? টুংটাং কাচের চুড়ির শব্দ হতো, সদ্যস্নাত একরাশ ভেজা চুলের স্পর্শে সজাগ হতাম। অথবা শুয়ে থেকেই শুনতে পেতাম কেউ একজন রেয়াজ করছে কিংবা গাইছে ‘আমার মুক্তি আলোয় আলোয়’। আদতে ভাবতে ভাবতে জীবনের ৩৮ টা বসন্ত শেষ হয়ে গেল। তবুও ভাবনার বসন্ত নিয়ে বসে থাকি। এটাই হয়তো জীবন। বসন্ত বাতাসে সইগো… বসন্ত বাতাসে।