5
খালেদা জিয়ার আমলে প্রথম সাবমেরিন ক্যাবল পাওয়ার সম্ভাবনা ছিল বাংলাদেশের। দেশের নিরাপত্তার কথা চিন্তা করে সেই সময় সরকার মুখ ফিরিয়ে নিয়েছিল। আমরা অনেক ভৎসনা করেছি। ভবিশ্যতেও করব।
বর্তমান অবস্থা কি কাছাকাছি কিছু? মানে কোন পার্থক্য হচ্ছে কি? বুঝায়ে বলবেন কেউ?
আমি মনে করি ইন্টারনেট একটি মৌলিক অধিকার। বা বলতে পারি যোগযোগ করতে পারাটা মৌলিক অধিকার। আমি কি ভুল বুঝতেছি?