গতকাল একটা সংবাদ দেখলাম। মডেলে-অভিনেত্রী সখ কবীর আহত হয়েছেন। আহত হয়েছেন আমার বাসার কাছেই। ছিনতাইকারীরা তার ব্যাগ টান দিয়েছিল এবং তিনি রিক্সা থেকে উল্টে যান। পায়ে তার চোট লাগে, হাতেও। পায়ে দিতে হয় তিনটি সেলাই।
এই সংবাদটি ছিল বিনোদন পাতার। আমার টাইপের সংবাদ নয়। কিন্তু আমি ঘুম থেকে উঠেই এটা নিয়ে চিন্তুা করলাম। আমরা আসলেই মনের অনেক গভীর থেকেই যোদ্ধা। কোন কিছুকেই আমরা খুব সহজে ছাড় দেই না। দেই নাই। প্রতিবাদ করার একটা যোদ্ধা আমাদের সবার মধ্যেই বাস করে।
এখন চারিদিকটা অনেক অস্থির। সময়টা ঠিক সাভাবিক নয়। হাল ছাড়বেন না। আমরা সবাই ভিতর থেকেই যোদ্ধা। আমাদেরকে বিএনপি-জামাত বা আওয়ামিলীগ পরাজিত করতে পারবে না।
শুভ সকাল। আর একটি সকালের শুরু হলো। আপনরার নিরাপদে থাকুন। নিরাপদে কাজে যান এবং স্বাভাবিক-সুস্থ্য অবস্থায় বাসায় ফিরে আসুন। আর প্রতিবাদটা জীবিত রাখুন। জয় আমাদের হবেই। “হাল ছেড়না বন্ধু বরং কন্ঠ ছাড় জোরে, দেখা হবে তোমায় আামায় অন্য গানের ভারে”