4
গত সপ্তাহে অনেকের ফোন বা ম্যাসেজের জবাব দিতে পারি নাই। আসলে শারিরীক ভাবে বেশ কাহিল হয়ে ছিলাম। তাই আমাকে যাঁরা খুঁজেও পান নি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এখনো খুব বেশি চাঙ্গা নই, তারপরেও এমন বাদল দিনে, না বলে, না লিখে থাকতে পারাটাও নির্দয়তা।
আহা বৃষ্টি! আহা!