5
চল এক যুগ অভিমান নিয়ে থাকি।
তুমি এক যুগ আর আমি এক যুগ
শীতের মরা পাতাগুল কুড়িয়ে
চল গত যুগের বসন্তের কথা বলি।
অভিমানেই কেটে যাক আগত ফাগুন
চোখের সামনে একটা বিষের পেয়ালা
হাতে এখন দাউ দাউ আগুন।