2
তোমাকে ভুলতে গিয়ে, ঠিক ২০ মিনিট পর
মনে হয় বাসার পাশের নাগলিঙ্গম গাছটির মতো;
মস্ত শহর অথচ কাছের কেউ নেই!
ভুলতে চাওয়ার যন্ত্রনার থেকে না ভুলে থাকাই ভালো
এই ভুলে যাব ভেবে বারবার তোমাকেই ভাবতে থাকা
এর থেকে গাছ হয়ে যাব
নিসর্গে একা
একটা প্রজাপতি
মস্তু আকাশ আর
চোখের জলের মতো শিশির বিন্দু
তুমি পারস্যের রাণী’ই ছিলে
ছোখের নিমিষে পুরে যায় সমস্ত জলযান।
**//** ধানমন্ডি, ঢাকা।