4
দীপাবলির রাত। পুরো কলকাতা আলোয় আলোকিত। প্রতি সেকেন্ডে ৩টা করে বাজি’র শব্দ পাচ্ছি। আলো আর আলো। অনেক রঙিন মানুষ এখানে।
কফি হাউসে আজকে অনেক্ষন ছিলাম। ঝিম ধরেই ছিলাম। তারপর বইয়ের বাজারে অনেকটা সময়। ছোটবেলায় পড়া পঞ্চতন্ত্র কিনে ফেললাম। পুরোই নস্টালজিক হয়ে আছি। মনটা এমনিতেই খারাপ বাবার কারনে। তারউপর নস্টালজিয়া।
প্রিয় কিছু এলপি পেয়েছি। বড় অদ্ভুত। যা কিছু হারিয়ে যেতে চায়, যেতে হয় তাকে আকড়িয়ে থাকি। আমার দুবাহু প্রসারিত করে সূযর্ের কোন অঞ্চলে।