5
প্রতিটি পদক্ষেপে পাড়ি দিলাম এক একটা ছায়াপথ
কোথাও কেউ নেই
মায়া নেই
প্রেম নেই
সংসার নেই
নরম একটা হাত নেই
অথবা একটা মায়ময় কন্ঠ নেই
কোথাও কোন আমন্ত্রন নেই;
দিনে দিনে হয়ে যাচ্ছি ঈশ্বরের মতো
আমি আছি বিশ্বাস করে বসে থাকে
শুধু সুধায় প্রয়োজনে;
এই জগতে প্রয়োজন আছে
অথচ আমার একটা কথা ছিল
একটা প্রজাপতির ডানায় রঙ ছিল
আধবোজা দুচোখ
আর মাছির উড়ে যাওয়া ছিল
আমি আছি কী নেই
অথবা আমি শুধুই কি আছি!
মায়াময় মেঘের বিলাপ কেন মধুর হয়ে যায় না?
কেন অসময়ে বৃষ্টি আসে না?
আমারো তো হাত ছিল
আমারো নক্ষত্র ছিল
তোমার ছায়াপথে কেন এর স্থান নেই?