6
ফেসবুককে দূরবর্তী গ্রামের মতো মনে হয়। পথ চলার সময় দূরের এই গ্রামগুলোকে অনেক সুন্দর লাগে। অনেক সুখের লাগে। কিন্তু কোন একটা গ্রামের ভিতরে গেলে সেখানকার সমস্যা, কষ্ট, লালসা গুলো চোখে আসে। ভালোবাসা বা ভালোলাগাও সামনে আসে। কিন্তু নির্মল সুন্দর ভাবটা থাকে না।
আমরা কি যত্ন করে ফেসবুককে এক একটা গ্রাম বানিয়ে ফেলেছি। প্রত্যেকজন এক একটা গ্রামের মালিক। আমর ওয়াল জুড়ে, নিউজ ফিড জুড়ে কেবল সুখ অথবা সুখের হামাগুড়ি! আহা!