6
বর্ষা আইল রে
ঘন ঘন বজ্র নিয়া
চমকিত আলোক বাণে
আমার বারান্দা
আমার নিম গাছ
দোলচালে হাত বাড়িয়ে
রেখে গেল গত বরষার
এক মুঠো দুখের প্রতিঘাত
তবুও শাওন বেলায়
আমার অদভুত মেঘের খেলায়
একটি ছায়া থেকে যায়
আমিও বর্ষা হবো
আমিও গর্জাব
তোমার কানে তোমার পানে
এমনি দিনেই তারে বলা যায়।