4
ভাষার মাস কী চলে যাবে
কবিতা হীন?
এইবার নিজের কবিত্ব চলেই যাবে!
তবে কী সব দোষ শিমুলের, পলাশের?
কতদিন খোলা আকাশে শিমুল দেখি না!
আমার শিমুল, আমার পলাশ
আমার এ কেমন ফাগুন?