মাননীয় সরকার,
দয়াকরে বিটিআরসি’কে বলুন শুধু ৮০ পোর্ট খোলা রাখতে। তাহলে মনিটরিং এর সুবিধা। আর আমাদের কিছু লোকদেরও কষ্ট কমে। এতো ফায়ারওয়াল লাগবে না আর। সবচেয়ে ভালো নতুন একটা ফায়ারওয়াল ছেড়ে দেন। সব পোর্ট বন্ধ। কয়েকটা দিন বইপত্র পড়ি। অনেক দিন চিঠি লিখি না কাগজে। এর অনেক গুলোন পজিটিভ দিক আছে।
১. দেশে বইয়ের ব্যবসা বাড়বে।
২. কাগজ কলমের ব্যবসা বাড়বে।
৩. মোবাইল ফোনের ব্যবসা বাড়বে।
ব্যবসা মানেই টাকা। টাকা মানেই অর্থনীতি। অর্থনীতির চাকা মানেই উন্নতি। উন্নতি মানেই সম্ভাবনা। আর আমরা আসলেই সম্ভাবনার বাংলাদেশ চাই।
অবাক লাগে! আমরা সবাই একদিন মারা যাব। এটা ভেবে যদি জন্মের সাথে সাথে সবাই মরে যাই তাহলে ভালোই হতো। এত কিছু আর প্রয়োজন হতো না। দেশ এমনিতেই মানব শুণ্য সমৃদ্ধির জোয়াড়ে ভাসতো। হায় সেলুকাস!
মাননীয় সরকার, দয়াকরে বিটিআরসি’কে বলুন শুধু ৮০ পোর্ট
6
previous post