4
মোস্তাফা জব্বার ভাই একটা রেকর্ড করেছেন। উনি বাংলাদেশের একমাত্র মন্ত্রী যার সাথে মন্ত্রী হওয়ার আগে থেকে আমার পরিচয় ছিল। এইটা একটা রেকর্ড। কিন্তু উনি ব্যস্ত হয়ে গেছেন, তাই আয়োজন করে তাকে পুরষ্কৃত করা যাচ্ছে না।
তিনি মন্ত্রী হওয়াতে আমি বেজায় খুশি। অন্তত এই প্রথম কোন মন্ত্রীর সাথে প্রাণখুলে কথা বলতে পারছি। এখন পর্যন্ত তার গলায় মন্ত্রী সুলভ কোন আচরণ নেই। এইটা অনেক ভরসার কথা। অনেক আলোচনা-সমালোচনা করেছি, উপায় ছিল না। এইবার ডাইরেক্ট একশন। আমাদের ভাষা বোঝার মতোন একজন মন্ত্রী এই দেশে এখন আছে। আমিন।