6
যে কারনে মিস্টার বিন খুবি জনপ্রিয়। বিন প্রথমে একটা নরমাল অবস্থার বারোটা বাজান। এবং বাকী সময়টা সেই বিষয়টা ঠিক করার চেষ্টা করেন। এবং ফাইনালি ঠিক করে ফেলেন এবং সবাই খুশি হয়ে যায়। মিস্টার বিন যে কতবড় শিক্ষক তা বাস্তবে বুঝা যায়। উদাহরন:
আপনার বইপড়ার একটা জায়গা ছিল, একদিন কেউ একজন এসে সেটা বন্ধ করে দিল। আপনি খুবই মন থারাপ করে থাকলেন। তারপর অনেক দিন পরে যারা বই পড়া বন্ধ করেছিল তাদের কোন রাজপুত্র এসে আবার বই পড়ার ব্যবস্থা করলেন। সবাই খুবই খুশি।
আর আমি এখন আর হাসতেও পারতেছি না। হায় সেলুকাস!