5
লাটুস পাটুস পুটুস পাম
কে নিয়েছে বাবুর নাম?
সন্ধ্যাবেলা তোলারাম
বলল এসে একটু থাম,
শহর জুরে কালো ভূত
আমার বাবু বাঘের পুত।
শহর জুরে ভুতের ভীরে
বাঘ বাবুটা যাচ্ছে তেড়ে
হালুম হুলুম শব্দ আছে
ভূতেরা সব ভাগল গাছে
বাবুর আছে অনেক জোর
ভূত পালাল রাত্রী ভোর।
তাইতো এখন শহর জুরে
বাবুর নামটা ঘুরে ফিরে
বাবু এখন মস্ত সে বীর
নিজেই নৌকা নিজেই সে তীর;
তাইতো বলি আর করো না
বাবুকে আর যন্ত্রণা।
—-ধানমন্ডি, ঢাকা।