4
লিখালিখি শুরু করলাম। আবার সেই পুরোনো দিনের মতন, কাগজে কলমে। অনেক গুলন কলম কিনেছি। সুন্দর একটা খাতা গিফট পেয়েছি। মনের মাঝে তো অনেক রঙ, অনেক মেঘ। বৃষ্টি হয়ে ঝরুক এখন আমার খাতায়। তোমাদের থেকে আমি অনেক ভাল থাকবো। লিখে লিখেই ভাল থাকবো। আমার মুক্তি আলোয় আলোয়!