শবে বরাত মানে চালের গুড়ার রুটি। এটাই ছোট বেলা থেকে আমার ধারনা। বলার অপেক্ষা রাখে না, জীবনের প্রথম রুটি বানিয়েছি শবেবরাতের সময়।
ছোট বেলায় আমাদের রাঙ্গালীর বস গ্রামে আয়োজন ছিল অনেক বড়। বাবার কারনে বাড়িতে লোক গমগম করত। এই ২০০-৩০০ মানুষের জন্য রুটি বানাতে বসত প্রায় ২০-২৫ জন। আহা! কীসব দিন ছিল! সেই রুটি, সেই হালুয়া, সেই গরুর মাংস ভূনা!
একটু আগে আমার প্রতিবেশী রুটি, হালুয়া, পোলাও আর মাংস পাঠিয়েছে। সাদিকা (আমার মেয়ের থেকে ১.৫ মাস বড়) এবং এশী খাবার দিয়ে গেল। কয়েক দিন পর সাদিকা দেখলাম। ইদানিং এই বাচ্চাটাকে না দেখলে কেমন জানি লাগে। বলতেও পারি না। হয়তো নিজের মেয়ের থেকে দূরে থাকা কোন বাবার এই বলতে পারাটাও অন্যায়!
যাই হোক সবাইকে ট্যাগ করতে পারছি না। একজন বাদে আর কেউ বন্ধু তালিকায় নেই। ধন্যবাদ Nazifa Tushi.
শবে বরাত মানে চালের গুড়ার রুটি। এটাই ছোট
5