শাকিল আংকেল (Mahbubul Hoque Shakil) এর সাথে আমার পরিচয় বেশীদিনের না। কিন্তু এই স্বল্প সময়ে তার সাথে খাতির হয়ে গেছে অনেক। পরশু তার সাথে আমার শেস কথা হয় বিকেল বেলা। ফোন করেছিলাম ওনাকে। গতকাল ওনার মৃত্যুর খবর আমাকে দেয় ইব্রাহীম। শুনে আমি থ। ভেরিফাই করার জন্য কয়েকটা নিউজ পোর্টাল দেখলাম। এবং খুবই অবাক হয়ে বসে থাকলাম।
মৃত মানুষদের একাউন্ট স্মরণে রাখার একটা উপায় ফেইসবুক এখন দিয়েছে। তাই ডেইলি স্টারের নিউজ লিংকটা সহ শাকিল আংকেল এর একাউন্ট টা আমি ফেসবুকে রিপোর্ট। করি এবং ফেইসবুক একাউন্ট টি রিমেম্বারিং করে ফেলে। এবং এই বিষয়ে আমাকে একটা মেইলও করে।
অবাক হয়ে লক্ষ্য করছি অনেকেই বলছে তার একাউন্ট থেকে অনেক পোস্ট মুছে ফেলা হয়েছে। হায়রে মূর্খের দল। একটা একাউন্ট রিমেম্বারিং করার সময় ফেইসবুক কিছু পোস্ট কে গ্রুপ করে ফেলে। তাই ওয়ালে সরাসরি দেখা যায় না। শাকিল আংকেল এর কোন পোস্ট ফেসবুক থেকে হাওয়া হয়ে যায়নি ডিয়ার শখের ফেইসবুক গোয়েন্দা দফতর।
ফেইসবুকের পাঠান ইমেইলটা নীচে দিলাম।
Hi,
I’m very sorry for your loss.
As you requested, we’ve memorialized your loved one’s account. If you’d like to learn more about memorialized accounts, please visit the Help Center:
https://www.facebook.com/help/103897939701143
My thoughts are with you and your family. Please let me know if I can help answer any questions you may have.
View updates from your Support Inbox: https://fb.me/1FQLtjsFsJPhzy8
Sincerely,
Riley
Community Operations
Facebook
https://www.facebook.com/help/103897939701143?ref=shareable