5
সে পাহাড়ি হোক অথবা মারমেইড (মৎসকন্যা) ই হোক, বিনা বিচারে মৃত্যু চাই না।
আমি ঠিক বুঝতে পারতেছি না হুট করে হুজুরদের আস্ফালন আর পাহাড়িকে মেরে পুড়িয়ে ফেলা কিসের আলামত? সরকার কি বুদ্ধিহীন হয়ে গেল? মাথায় এক ছটাক ঘিলু থাকলে হিসাব মেলানো যায়।