5
হাসি তার ছিল মাখামাখা
রঙিন ছিল আলো
এই অবেলায় শুনতে পেলাম
আমার লাগছে ভালো;
যে যার মতো ভাবুক বসে
আমার কীসের দায়!
বেঁচে থাকব বলেই হয়তো
আছি ভালোবাসায়।
**//** ধানমন্ডি, ঢাকা।