কয়েকদিন থেকে আসলে কাজের চাপ বেড়ে গেছে। আজকে শ্রমিক দিবস। তাই একজন শ্রমজীবি হিসেবে ছুটি পেয়েছি। আরামে ঘুমিয়েছি, মুভি দেখেছি, ফুডপান্ডা করে পিৎজা খেয়েছি। এখন হেলতে দুলতে ইয়েলো ক্যাফেতে বসেছি। ক্যাফে লাতেতে চুমুক দিতে দিতে ব্যবসায়িক কিছু চিন্তা করছি। আসলে মে মাসটা খুব ব্যস্ততায় যাবে। কুহক Kuhok Limitedএবং ডেইলি স্টারের কাজ একই মাসে শুরু হয়েছে। এখন নিজের একটা ক্লোন বানাতে পারে ভালো হত। উপায় নেই। ৩ মাসের জন্য বনানীতে একটা বাসা নিতে হবে মনে হয়। বনানী থেকে মিরপুর ডিওএইচএস (কুহকের অফিস) এবং ডেইলি স্টার মাঝামাঝি।
ইদানিং বাসাতে কিছু লিখত ইচ্ছে করে না। বাসায় শুধু ঘুম পায়। নতুন উপন্যাসের বিড়াট একটা অংশ ইয়েলো ক্যাফেতে লিখছি। এই উপন্যাসটা দ্রুত শেষ করে ফেলা দরকার কিন্তু বাস্তবিক ভাবেই কাজের চাপে এগুচ্ছে না। আবারো একটা রূপকথা লিখছি। দোয়া করবেন।
**//** ইয়েলো ক্যাফে, ধানমন্ডি, ঢাকা।