২০১৪ সালের ১১ই নভেম্বর তুলেছিলাম এই ছবি। দিলির ভাইয়ের অফিসে। আমার অনেক প্রিয় একজন মানুষ। কম্পিউটার নিয়ে তার আগ্রহের শেষ ছিল না। নিজে নিজেই অনেক ওয়েব এপ্লিকেশন বানাতেন। এখন এই ছবি আর মানুষটা দুজনেই স্মৃতি। আমার চকোলেট গুলো অন্য জগতের জন্য তুলে রাখুন Dilir Akhtar Khan ভাই।