আমার ভাগ্নে সদ্য লেখা শিখছে। মোটামুটি সরল শব্দ (যুক্তবর্ণ বাদে) গুলো পারে। দুই তিন বর্ণের বেশী হয়ে গেলে অবশ্য সমস্যা। নানান কায়দায় তাকে দিয়ে লিখিয়ে নেয়া হচ্ছে।
আমার কনিষ্ঠ ভগ্নী নিশি এই দায়িত্ব খুব গুরুত্বের সাথে পালন করছে। পদ্ধতি এই রকম:
নিশি: বাবা তুমি কাকে সবচেয়ে ভালোবাস?
আবনান: নিশি মা, তোমাকে।
(এখন নিশি শব্দটা তাকে লিখতে হবে)।
নিশি: এরপর কাকে ভালোবাস?
আবনান: রঞ্জু বাবাকে।
একটু পর তাকিয়ে থেকে বলল “নিশি মা, আজকে মনে হয় রঞ্জু বাবাকে কম ভালোবাসি। আজকে রুবেল বাবাকে বেশী ভালো বাসছি”।
এখানে বলে দেয়ার অবকাশ নেই রঞ্জু বানান লেখার থেকে রুবেল অধিকতর সহজ। এই বাচ্চাটার প্রতিটা কর্মকাণ্ড খুব মজার। সময় মজায় কাটছে। যদিও আবনানের মায়ের আজকে গলব্লাডার অপারেশন হলো। মোট ১৭ টা পাথর বেড় করা হয়েছে।
**//** ধানমন্ডি, ঢাকা।