886
এই ছবির তেমন কোন বিশেষত্ব নেই। খুব সাধারণ ধান ক্ষেতের ছবি। শীতের শেষ। বৈচিত্রহীন আকাশ। আদিগন্ত বিস্তৃত ধান গাছ। এই ছবিটার নাম হওয়া উচিত সম্ভাবনা। ধানগাছগুলো বড় হবে, ধান হবে। সেই ধানে গোলা ভরুক আর নাই ভরুক চতুর অটোমেটিক রাইসমিলের মালিকদের পকেট ভরবে। তারপরেও বাংলার কৃষকেরা চাষ করেই যাবে। এই কাজটি তারা মনোযোগ দিয়েই করে। আমাদের শহুরে হিপোক্রেসি তাদের মধ্যে নাই।
ছবিটি কিছু দিন আগে কুমিল্লা এলাকা থেকে তোলা।
#Canon #R5 with #RF15-35mm