115 আমাদের গ্রামখানি ছবির মতোন। এই ছবি ছোটবেলার। দিনে দিনে সেই ছবি পরিবর্তন হয়েছে। এখনও হচ্ছে। তবুও এখানে একটা বিষয় আছে তা হলো সরলতা। গত কয়েকদিন থেকে অনেক কাজ করালাম বাড়িতে। যেমন বেশ কিছু গাছ লাগানো হলো। বাড়ির মূল জায়গাটা বাঁশের বেড়া দিয়ে আটকালাম। আগামী কাল গাছ লাগানো হবে। বাড়িটা গোছাচ্ছি। এই শীতে অনেক বন্ধুবান্ধব আসার কথা। সবাইকে আমন্ত্রণ।
Chairman bari আমাদের গ্রামখানি ছবির মতোন। এই ছবি
previous post