আমাদের কমন ফ্রেন্ড Nahrina Talukder Swarna’র বাসায় দাওয়াত। তার একমাত্র পুত্রসন্তানের দুই বছর পূর্তি। যেহেতু বাচ্চাটার সাথে সম্পর্ক তার মায়ের পেটে থাকতেই, মানে ওর সাথে বেশ কয়েকবার হাসপাতালে গেছিলাম- তাই এই দাওয়াতের তাৎপর্য আছে। একসাথে যাওয়ার জন্য আমার গাড়িতে Meher Afroz Shaon এবং তার দুই পুত্র নিষাদ এবং নিনিত সঙ্গী হলেন। গাড়ি কিছুদুর চলার পরেই শুরু হলো তাণ্ডব। বাচ্চা দুইটার দুষ্টুমিতে গাড়ি ভেঙে যাওয়ার যোগার। এবং অনবরত দুই ভাই ইংলিশে কথা বলছে। আমি কপট রাগে বললাম “বাবা তোমরা বাংলায় কথা বলো”। নিনিতের চটপট জবাব “আমি অনেক ভালো বাংলা পারি তো, প্রশ্ন করে দেখ”। আমি প্রশ্ন করার আগেই তাদের জননী প্রশ্নবাণে জর্জরিত করে ফেললেন নিনিতকে। এবং বেশ ভালো ভাবেই নিনিত পরীক্ষা উতরে গেল। যে বাচ্চারা দুষ্টমি করে গাড়ি ভাঙতে পারে (আমি নিশ্চিত একদিন এইকাজ তারা করবেন) তাদের মা আর কম যাবেন কেন! শাওন নিনিত কে জিজ্ঞেস করলেন “বাবা বল তো I Love You এর বাংলা কী?” নিনিতের চটপট জবাব “আমি তোমার প্রেমে”। এই বাংলা শুনের এবার আমার গাড়ি এক্সিডেন্টের পর্যায়ে। আমি হাসতে হাসতে আর না পেরে রাস্তায় গাড়ি দাঁড়া করিয়ে ফেললাম। পরে স্বর্ণার বাসায় গিয়ে এই গল্প যখন বাকী অতিথীরা শুনলেন, সবারই একই অবস্থা। নিনিতের এই ছবিটা কিছুদিন আগে তোলা। পোস্ট করি নাই বা ওর মাকেও দেয়া হয় নাই। বাবা নিনিত, আমিও তোমার প্রেমে। 🙂