431
মনে বড় আশা নিয়ে মিরর-লেস ক্যামেরা টেস্ট করা শুরু করলাম। কিন্তু এই সনি ক্যামেরার ৭০-২০০মিমি লেন্স ক্যাননের মতোই ভারী। বয়স হয়ে গেছে। এখন আর ভারী লেন্স দিয়ে ছবি তুলতে ভালো লাগে না। মেলাগুলা ক্যানন লেন্স ঘরে। এইগুলা দিয়া কি করব কে জানে!
আজকে বাসার ছাদে ভাগ্নে আনুশের ছবি তুললাম।
Sony a7rIII, 70-200mm F2.8 (Sony).
1/500, ISO 200, 200mm 2.8
কালার ভালোই লাগছে। যদিও আমি কিনেছে a7RIV. জানুয়ারির প্রথম সপ্তাহে হাতে পাব।
ধন্যবাদ সনি।