5 আমারতো প্রেমিক রাশি ডুবে-ডুবে, ভেসে-ভেসে, এবেলা-ওবেলা সারাবেলা, প্রেমহীন থাকার ভয়ে থাকি; এই ভাবুক শহরে নিজেকে আলাদা রেখে চলি চারপাশ ভয়েভরা, নিষ্পলক আদম সন্তান চেয়ে থাকে – দেখে না সবাই অবাক রাজার পোশাকের মতো এই ছায়ামানবের শহরে অদৃশ্য; তবুও প্রেমিক আমি এই শহরেই যাবতীয় আড়ালের মাছে, মিলিয়ে যাওয়া কায়ার মাঝে আঁতিপাতি করে প্রেম খুঁজে ফিরি। প্রবল বিশ্বাস আছে, একদিন লুট করে ফেলব সব প্রেমিকার গোপন দলিল সযতনে লিখে দিব এই আমাকেই- প্রেমিক সন্ত্রাসী আমি, মুখচোরা, অবনত থেকেই কেটেগেল সকল বসন্তকাল অদ্ভুত এই ঢাকা শহরে আজ তোমার আমার যৌথ বিকাল! **//** ডেইলি স্টার সেন্টার, ঢাকা।
The daily star centre আমারতো প্রেমিক রাশি ডুবে-ডুবে,
previous post