570
আমার গ্রামের বাড়ি। গ্রামের নাম রাঙ্গালীরবস। রাঙ্গা আলি কে ছিল জানি না। এই নামকরণের কোন ইতিহাস আমার জানামতে নেই। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা তে আমাদের এই বাড়ি।
পুকুরের শেষ সীমানায় বাড়ির দেয়াল দেখা যাচ্ছে। এই পুকুরেই সাঁতার শিখেছি। এই পুকুরেই একবার ডুবে মরে যাচ্ছিলাম।