774
লেখার অভ্যাস তো চলেই যাচ্ছে না লিখে। অথচ প্রতিদিন অনেক কবিতার লাইন মাথার মধ্যে ঘুরতে থাকে কিন্তু লিখতে আর ইচ্ছে করে না। বড় লেখক হলে রাইটার্স ব্লক নিয়ে লিখতে পারতাম। কিন্তু সমস্যা হল আমি বেশ ছট লেখক। মাঝে মাঝে ছটদের জন্য লেখার চেষ্টা করি। ক্রমশ একা হতে হতে আড্ডা দিতে ভুলে গেছি। চুপচাপ কথা শোনার একটা অভ্যাস হয়ে গেল।