487
অনন্ত নীলাকাশ চাই। একটা ইজি চেয়ার, গায়ের উপর প্রিয় গেরুয়া রঙের চাদর। ফোন নেই, ইন্টারনেট নেই। পাশে এক বোতল সিঙ্গেল মল্ট, ২১ বছরের ডেভরন হলে ভাল। আর দরকার প্রিয় গানগুলো। একটা পাহাড়ের উপর এইরকম একটা জায়গা দরকার। নেপাল? ভূটান? নাকি মানালি?
এই শহর অস্থির লাগছে। এখানে আকাশ নেই। আজ বড় আকাশ দেখতে ইচ্ছে করছে। শিরশিরে বাতাসের কাছে আকুতিভরা কন্ঠে নিজেকে বিলিয়ে দিতে ইচ্ছে করছে। ডুবে যাচ্ছি অন্ধকারে। আলো দরকার।
**//** ধানমন্ডি, ঢাকা।