ভাবনার জানালায় আলো নেই

by nirjhar

হঠাৎ একদিন চুপ হয়ে যাব
সংবেদনহীন, নিশ্চুপ অন্ধকার
গ্রাস করে থেমে যাবে সব;

যা কিছু ভেবেছি আর যা ভাবি নাই
সবগুলোর অর্থ তো একই ছিল-
ভাবনার জানালায় আলো নেই
ছিলনা কখনো। অন্ধজন হেসেছিল।

সংবেদন হারিয়ে কিছু লোক রাস্তায় অস্থির
কোথায় জানি কী ছিল!
এই ভাবনায় আকাশে উড়ে
জীবনানন্দের চিল।

**//** ধানমন্ডি, ঢাকা।

You may also like

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00