আমার বাবা মারা গেলেন ২০১৪ সালের একদম শুরুতে। টাটা মেডিকেল সেন্টার, ভারতে। আমি ছিলাম না সেদিন। মা ছিলেন আমার বোন জামাই ছিলেন। তাঁর মৃত্যুর সময় প্রস্তুতি ছিল। সবাই জানতাম মারা যাবেন। বাবার মৃত্যু গভীর দুঃখের ঘটনা। এই দুঃখ কখনো যাবে না।
৭৫ সালে শেখ হাসিনার পুরো পরিবারকে শেষ করে দেয়া হলো। কোন প্রস্তুতি ছাড়াই সেই মৃত্যুকে হজম করতে হলো তাঁর। অনেক গভীর দুঃখের একটা জাতীয় ঘটনা। স্বজন হারানো কী এখন অনেক বুঝি।
হাসিনার জন্য আমার অনেক বেশী খারাপ লাগে। ৭৫ এর ঘটনা উনি হয়তো এখন অনেকটা সয়ে গেছেন। কিন্তু ওনার মনে হয় সবচেয়ে বড় দুঃখ যে ওনাকে খালেদা জিয়ার সাথে তুলনা করা হয়! এই দুঃখ নিয়ে ওনাকে বাঁচতে হচ্ছে!
আমার বাবা মারা গেলেন ২০১৪ সালের একদম শুরুতে।
134
previous post
