624
শহরের জঞ্জালে প্রজাপতিরা
উড়ে যায়,
নাগরিক বিষময় পথ
অবাক বিস্ময়;
একটু থেমে থেমে নিজের অবয়ব দেখে
নাকি দেখে না, চোখ বুঝে ভাবে
পৃথিবীর যাবতীয় মধ্যাকর্ষণ
শহরের এসে একটু অন্য সূত্রে চলে।
টান আছে হয়তো কোথাও
অল্প বিস্তর
কিছু দাঁড়কাক আর প্রজাপতি
হয়তো এখনো কিছুটা জানে।
আমার বয়স নাই, টান নাই, শরীর নাই
প্রজাপতি মনটাই শুধু আছে।