অনেক দিন কিছু লিখি নাই। আজকে চেষ্টা করছি। দেখা যাক!
একটু আগ পর্যন্ত একটা হিন্দি সিনেমা দেখছিলাম “ওয়েক আপ সিড”। ভালো লাগল। অনেক দিন পর দেখা কোন হিন্দি সিনেমা। একটা বিত্তবান পরিবারের ছেলের বড় হয়ে ওঠার গল্প। মুম্বাইয়ের হাই সোসাইটি’র কচকচানি। খারাপ না। অবশ্য খোঁজ নেয়া দরকার এটা কোন ফিল্মের কপি। আমি বিশ্বাস করি না ইন্ডিয়ানদের মাথা থেকে এই আইডিয়া এসেছে। ইন্ডিয়া আর চায়না একই জাতি আসলে। একজন কপি করে প্রডাক্ট আর একজন আইডিয়া। Copied Ideas Changed their Life.
এখন আমি শুয়ে শুয়ে লিখছি বসার ঘরে। ঘুমাতে হবে। সকালে আমার মায়ের পাঠানো খাবার আনতে যেতে হবে শ্যামলী বাস কাউন্টার। অনেক আগে ঘুমাতে যাওয়ার কথা ছিল। হলো না। আমি এমনই। ৫ডিসেম্বর থেকে পাঠশালা (South Asian Institute of Photography) খোলা। সুতরাং আবারো ক্লাস। ক্লাশ খুলেই এসাইনমেন্ট জমা; বিষয় আত্মপ্রতিকৃতি। আমার সেল্ফ পোর্ট্রেট এখানে দিয়ে দিলাম।
ছবিটি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা’র নুনখাওয়ার চর থেকে তোলা। এই ছবির এসিসট্যান্ট হিসেবে সহায়তা করেছেন ফটোগ্রাফার কার্লোস কাজালিস। এবার ওয়ার্ল্ডপ্রেস প্রথম পুরষ্কার জেতা এই ম্যাক্সিকান ফটোগ্রাফার সহ কুড়িগ্রামে ছবি তুলতে গিয়েছিলাম।
6 comments
Wake up sid er half ta dekhsi, dvd ta tei silo half movie 🙁
Eta onek movie tei plot hishabe used hoise, boy…………….turning a man. Ami janina koi koi hoise but pretty common thing some how.
turning in to a man***
apnar comment del kroar option nai kenooooooooooooooooooooooooooooo?
lol bhai, olosh hoye gesen dekhi 😀
boyos to kom hoilo na vai… aar koto 🙂
Liked your post. Liked the movie “Wake Up Sid” also. It was a like a breath of fresh air. A soft sweet love story with the growth of a charcter. In Hindi movies there ae so much sex, voilence and loud songs involved- “Wake Up Sid” is quite a treat to watch. Not sure if it is copied or not but that’s not my subject. 🙂
:). Thanks for your comment and time. I am more into technical and policy level article now a days. Trying to create another blog for this.