গতকাল গভীর রাতে বাসায় ফিরে দেখি এই পাখি তা আটকা পরেছে. ধরলাম. অনেক ক্লান্ত ছিলো তাই অনায়াসে ধরে ফেললাম. বেচারা সাদা ছাদকে আকাশ ভেবে উড়ে উড়ে মাথা ফাটিয়ে ফেলেছে. পানি খাওয়ায়ে বই দিয়ে একটা খাচার মতন বানিয়ে আটকে রেখেছিলাম. সকাল বেলা দিলাম উড়িয়ে. মনটা ভালো হয়ে গেলো.. 🙂